1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

সমাধান খুঁজছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩
  • ১১২ Time View

akdচলমান রাজনৈতিক সঙ্কট সমাধানের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ সম্ভাব্য সমাধান খুঁজছেন বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।

প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর বঙ্গভবন থেকে বেরিয়ে আকবর আলি খান সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের উদ্বেগের কথা মহামান্য রাষ্ট্রপতিকে জানিয়েছি। তার সীমাবদ্ধতা রয়েছে। তবে এই পরিস্থিতিতে সমাধান খুঁজে পেতে তিনি চেষ্টা করছেন। তিনি আনুষ্ঠানিকভাবে কিছু করতে পারবেন না।”

সঙ্কট সমাধানে রাজনৈতিক দলগুলোর দায়িত্বের কথাও মনে করিয়ে দেন আকবর আলি। সমাধানের জন্য কোনো প্রস্তাব দেয়া হয়েছে কি না- এই প্রশ্নে তিনি বলেন, “সুনির্দিষ্ট কোনো পরামর্শ আমরা দিইনি। আমরা শুধু বলেছি, বিরোধী দল ছাড়া নির্বাচন হবে গণতন্ত্রের জন্য বিপর্যয়কর।”

ব্যক্তিগত উদ্যোগেই এই সাক্ষাৎ বলে জানান গণফোরাম সভাপতি কামাল হোসেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘সর্বদলীয়’ সরকারের অধীনে নির্বাচনের পথে এগোলেও নির্দলীয় সরকারের দাবিতে রাজপথের আন্দোলনে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিরোধী দলের ডাকা অবরোধে সহিংসতার প্রেক্ষাপটে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে দেখা করতে যান ড. কামাল হোসেনের নেতৃত্বে নাগরিক সমাজের ছয় ব্যক্তি।

ড. কামালের সঙ্গে আকবর আলি ছাড়াও ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, জামিলুর রেজা চৌধুরী, আইনজীবী শাহদীন মালিক ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ