1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

ফখরুলের মুক্তি দাবি বিএনপির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩
  • ৭৮ Time View

rigবিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির। অবিলম্বে এ আইনজীবীর মুক্তি দাবি করেছে দলটি।

বুধবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি জানান।

রিজভী বলেন,”আমরা মনে করি ফখরুলকে গ্রেপ্তার করা সরকারের নগ্ন প্রতিহিংসার বহিপ্রকাশ। শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয় প্রতিপক্ষের আইনজীবীকে গ্রেপ্তার করে সরকার তার অশুভ পরিকল্পনা বাস্তবায়নের পথে সকল বাধাকে নির্মূল করতে চাচ্ছে।”

রিজভী বলেন,”আাওয়ামী সরকারের বর্তমান শাসনামল পৃথিবীর যেকোন স্বৈরাচারীর নিষ্ঠুরতার ইতিহাসকেও হার মানায়। কেবলমাত্র বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তার নয়, সরকারের পুলিশ বাহিনী রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতনের পর তাদেরকে হত্যা করছে।”

তিনি অভিযোগ করে বলেন,”সরকারের ইচ্ছা পূরণে সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বৃত্তপনার মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, দেশটি ভদ্রলোকদের জন্য অবাসযোগ্য হয়ে উঠেছে। এই সরকারের দুর্বৃত্তপনার কারণেই আইন-প্রশাসনিক-বিচারিক ব্যবস্থা ভয়াবহ রকম ভেঙে পড়েছে।”

সর্বদলীয় সরকারের উসিলায় আবারো বাকশাল চাপিয়ে দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন,”শেখ হাসিনা জনগণের ক্ষমতাকে গুম করে প্রভুদের ক্ষমতায় নিজের অধীনে নির্বাচন করে দীর্ঘ সময়ব্যাপী ক্ষমতায় থাকার আনন্দে যা ইচ্ছে তাই করছে। বিদ্যমান সংকটকে নিরসন না করে তিনি ধমকের জোরে বিরোধী কণ্ঠকে দমাতে চাচ্ছেন। প্রতিদিন সরকারি সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে বিভিন্ন জনসভায় বিরোধী দল এবং বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে লাগামহীন কুৎসা, মিথ্যাচার ও শাস্তি দেয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। আর এই সমস্ত দাম্ভিকতা তিনি দেখাচ্ছেন এ কারণে যে বাংলার মসনদ তার পৈত্রিক সম্পত্তি।”

বিএনপির এ নেতা বলেন,”বাংলার মসনদে স্বৈরাচারীরা কখনোই টিকতে পারেনি। দেশের বর্তমান সংকট কুইনাইন দিয়ে সারবে না। একমাত্র কেমোথেরাপিই হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ, ইতিহাসে নিজের নাম কিছুটা টিকিয়ে রাখতে হলে এখনই নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃসংযোগ করে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে সহযোগিতা করুন।”

সরকারের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে দেশবাসীকে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সামিল হয়ে বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান রিজভী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ