1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

বরগুনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
  • ৭৫ Time View

hasinaপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বরগুনার বামনায় পৌঁছেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ‍হেলিকপ্টারটি জেলার বামনা উপজেলায় পৌঁছায়। সেখানে পৌঁছে তিনি তিনটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ১১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী বামনা সারোয়ার জাহান পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভা মঞ্চে উঠেছেন। জনসভায় বক্তব্য শেষে তিনি বেলা সাড়ে ১২টায় পটুয়াখালী জেলার কলাপাড়ার উদ্দেশে রওনা দেন।

কলাপাড়ার পায়রা নদীতে দেশের তৃতীয় সমুদ্র বন্দর উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে দুপুর ৩টার দিকে বরগুনায় নবগঠিত তালতলী উপজেলায় আসবেন। এখানে শেখ হাসিনা বরগুনা জেলা সার্ভার স্টেশন ও বরগুনা সরকারি মহিলা কলেজের চার তলা একাডেমিক ভবনসহ চারটি প্রকল্পের উদ্বোধন ও ১০টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেল সাড়ে ৪টায় তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। বিকেল পৌনে ৫টার দিকে প্রধানমন্ত্রী তালতলী থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ