1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

‘মন্ত্রিসভার শপথ গ্রহণ জাতির সাথে তামাশা ‘

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩
  • ৮১ Time View

fakবঙ্গভবনে সোমবার সর্বদলীয় সরকার গঠনের সিদ্ধান্তকে জাতির সাথে প্রহসন এবং তামাশা বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “সকলের অংশগ্রহণ নিশ্চিত না করে সরকার জনগণের দাবিকে পাশ কাটিয়ে আরেকটি নতুন মন্ত্রিসভার শপথ নিতে যাচ্ছে। এটা পুরো জাতির সাথে এক ধরনের প্রহসন এবং তামাশা।”

রোববার রাত ১১ টা ২০ মিনিটে বিএনপির গুলশানের অফিসে দলের ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

সর্বদলীয় মন্ত্রিসভায় প্রধান বিরোধীদল বিএনপিকে সরকারের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, “সর্বদলীয় সরকার গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা কোনো আমন্ত্রণ পাইনি।”

তিনি বলেন, “দেশ এখন গভীর সঙ্কটে। এটা দেশের মানুষ এবং সারা দুনিয়া বোঝে। এ সঙ্কট থেকে মুক্তির পথ হচ্ছে সবদলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। যা দেশের বিপুল মানুষের প্রত্যাশা ও দাবি।”

মির্জা ফখরুল বলেন, “সরকারের এ উদ্যোগ দেশকে কোন খাদের কিনারায় নিয়ে পৌঁছাবে তা নিয়ে আমরা শঙ্কিত। দেশবাসীও উৎকণ্ঠিত। আমরা এখনো বলছি বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ করে তাদের মুক্তি দিন। সময়ের প্রয়োজনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সংলাপের ব্যাপারে আন্তরিকতা দেখান।”

আন্দোলনের মাধ্যমে প্রহসনের নির্বাচন রুখে দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা সংলাপের মাধ্যমে একটি সমঝোতা চেয়েছি। এখন মনে হচ্ছে সংলাপ হবে না। আমরা আন্দোলনে আছি আন্দোলনের মাধ্যমে এ প্রহসনের নির্বাচন প্রতিহত করা হবে।”

“এছাড়া বর্তমান মহাজোট সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের বিকল্প নেই” বলেও জানান মির্জা ফখরুল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ