জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামে হেফাযতে ইসলামীর আমীর আল্লামা শফীর সাথে বৈঠক করবেন। হাটহাজারি মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। হেফাযতে ইসলামী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম মাহমুদ হেফাযতে ইসলামের সাথে কথা বলে এ বৈঠকের সময়সূচি ঠিক করেন।
হেফাযত সূত্র আরো জানিয়েছে, গত কিছুদিন ধরে এইচ এম এরশাদ আল্লামা শফীর সাথে সাক্ষাতের চেষ্টা করে আসছিলেন। কিন্তু এরশাদ মহাজোটের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লামা শফী এরশাদের সাথে দেখা করায় আগ্রহী ছিলেন না। সম্প্রতি এরশাদ মহাজোটের সাথে সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ নেয়ায় আল্লামা শফী তার সাথে সাক্ষাতে সম্মত হন।
এর আগে গত এপ্রিলে হেফাযতে ইসলাম ঢাকা ঘেরাও কর্মসূচির আগে আল্লামা শফীর সাথে এরশাদ দেখা করতে চেয়েছিলেন। তখনও নানা কারনে আল্লামা শফী এরশাদের সাথে দেখা না করলেও হেফাযতের ১৩ দফা কর্মসূচিসহ নানা কর্মকাণ্ডে প্রকাশ্যে সমর্থন দেন এইচএম এররশাদ।
গত ৬ এপ্রিল ও ৫ মে ঢাকায় হেফাযতে ইসলামের কর্মসূচিতে জাতীয় পার্টি দলীয়ভাবে সংহতি প্রকাশ করে।
৬ এপ্রিল প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল শাপলা চত্বরে হেফাযতে ইসলামের সমাবেশে সংহতি প্রকাশ করে। একইভাবে ৫ মে দেশের ভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসা হেফাযত কর্মীদের মাঝে নিজ হাতে খাবার ও পানি বিতরণ করেন এইচ এম এরশাদ। বিগত সংসদ নির্বাচনের আগেও আল্লামা শফীর সাথে সাক্ষাত করে দোয়া চেয়েছিলেন এরশাদ।
হেফাযতে ইসলাম সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম মাহমুদ এরশাদের বৈঠকের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলাপ করেন আল্লামা শফীর সাথে।