অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবের মতো ভাল প্রস্তাব বিরোধীদল আর কোথাও পাবেনা।”
শনিবার সকালে অর্থমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর বেদখল হওয়া ছড়া ও খাল উদ্ধার অভিযান ও খনন কাজের উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়েই হবে। এতে অংশ নেবে সকল রাজনৈতিক দলই। তবে এক-আধজন যদি গো ধরে থাকেন-থাকতে পারেন, তাতে কিছু যায় আসে না।”
এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্তিত ছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে মহানগরীর ২/৩ টি ছড়ার খননকাজ পরিদর্শন করেন