1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

‘মন্ত্রীরা পদত্যাগ করেননি, অভিপ্রায় প্রকাশ করেছেন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩
  • ৬৯ Time View

hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদত্যাগপত্র জমা দিলেও মন্ত্রীরা পদত্যাগ করেননি। তারা পদত্যাগের অভিপ্রায় প্রকাশ করেছেন। আর এ নিয়ে তথাকথিত সংবিধান বিশেষজ্ঞরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। টিভি টকশোতে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তারা সংবিধান পড়েও দেখেন না। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি আআমস আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান একে আজাদ চৌধুরী বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি পদত্যাগপত্র গ্রহণ করে প্রেসিডেন্টের কাছে জমা দেয়ার পর প্রেসিডেন্ট তা গ্রহণ করলে পদত্যাগ কার্যকর হবে। বর্তমান মন্ত্রিসভার যারা সর্বদলীয় সরকারে থাকবে না তাদের পদত্যাগপত্র গ্রহনের জন্য প্রেসিডেন্টের কাছে সুপারিশ পাঠানো হবে।
তিনি বলেন, একজন ব্যক্তি মন্ত্রীদের উকিল নোটিস পাঠিয়েছেন।  টকশোতে সমালোচনা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর সমালোচনা থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করব। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত সংবিধান অনুযায়ি কোন নির্বাচন হয়নি। আমরা এবার চেষ্টা করছি। সংবিধান অনুযায়ি নির্বাচন করতে আমরা সুঁই পরিমান ছিত্রও রাখতে চাই না।
প্রধানমন্ত্রী নবনির্মিত -বিজয় একাত্তর হল, শহীদ মুনির চৌধুরী ভবন, শহীদ আবুল খায়ের ভবন, শহীদ আবদুল মুক্তাদির ভবনের উদ্বোধন করেন। এদিকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বর্জন করেন বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা। তারা অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ