1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

তৃতীয় মনোনয়ন কিনলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩
  • ৭২ Time View

hasinaআগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচনী আসন নড়াইল-১ (সদর-লোহাগাড়া) থেকে তৃতীয় মনোনয়ন কিনলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তার পক্ষে মনোনয়ন ফরমটি কিনেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস।

মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে খুলনা বিভাগের বুথ থেকে তিনি এই মনোনয়নপত্রটি সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও মনোনয়নপত্র বিক্রি কমিটির সদস্য সচিব মৃনাল কান্তি দাস, আওয়ামী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোল্লা আবু কাওসার, নড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন কুমার চক্রবর্তী, কালিয়া উ্পজেলার সভাপতি এমদাদুল হক মোল্লা এবং নড়াগাতি থানা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দিন।

তবে নড়াইল-১ ও ২ থেকে আরো কয়েকজন মনোনয়ন ক্রয় করেন। এদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কাজী সারোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, নড়াগাতি আওয়ামী লীগের সহ-সভাপতি জহুরুল হক জঙ্গু এবং গণজাগরণ মঞ্চ সংগঠকদের অন্যতম শাহীন আহমেদ।

রোববার থেকে শুরু হওয়া মনোনয়ন বিক্রি ও জমাদান চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। প্রথমদিন ৬৭৮টি এবং দ্বিতীয় দিন ৪৭৬টি মনোনয়ন বিক্রি হয়। এ পর্যন্ত জমা পড়েছে ৩১২টি মনোনয়ন।

২০০১ সালের সংসদ নির্বাচনে নড়াইল-১ (সদর-লোহাগাড়া) এবং নড়াইল-২ (নড়াগাতি, কালিয়া ও সদরের একাংশ) আসন এবং ২০০৮ সালে বাগেরহাট-১ আসন থেকে এমপি নির্বাচিত হন শেখ হাসিনা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ