বাংলাদেশের নির্বাচন পদ্ধতির সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার জন্য জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ দূত হিসাবে ববি হাজ্জাজ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার রাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন। যুক্তরাষ্ট্রে ববি হাজ্জাজের দুই সপ্তাহের সফরকালে উন্নয়ন সহযোগি এ দেশটির সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গুরুত্বপূর্ন সিনেটর এবং কংগ্রেসম্যানদের সাথে আলোচনা হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র সরকারের নীতিগত সহায়তার ব্যাপারে হুসেইন মুহম্মদ এরশাদের মনোভাব যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল সিনেটর এবং কংগ্রেসম্যানদের কাছে তুলে ধরবেন জনাব হাজ্জাজ। বিশেষ করে নির্বাচন পদ্ধতি ও সরকার গঠনের নীতিতে পরিবর্তন আনা বিষয়ক এরশাদের প্রস্তাবনা তাঁদের কাছে তুলে ধরবেন হাজ্জাজ।
দেড় দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক রাজনৈতিক এবং বাণিজ্যিক পরামর্শক হিসাবে কাজ করা ববি হাজ্জাজের এই সফর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অক্সফোর্ড স্কলার ববি হাজ্জাজ দেশের শীর্ষস্থানীয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি এরশাদের বিশেষ উপদেষ্টা হিসাবে কাজ করছেন।
হুসেইন মুহম্মদ এরশাদ জনাব হাজ্জাজকে বিশেষ দূত হিসাবে পাঠানোর বিষয়ে বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে, ববি আমার প্রতিনিধি হিসাবে শান্তির পক্ষে সমর্থন আদায়ে যুক্তরাষ্ট্র যাচ্ছে। দেশ ও দেশের কল্যাণের জন্য আমি তাকে পাঠাচ্ছি। আশা করছি তার এ সফরের মাধ্যমে দেশের রাজনৈতিক ও গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটি গুণগত পরিবর্তন আসবে।