1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

‘আওয়ামী লীগের কোনো কৌশল কাজ হবে না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩
  • ৮১ Time View

bnpজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ বক্তব্য দিচ্ছেন নেতারা।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির হোসেন সমাবেশে প্রথম বক্তব্য দেন।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, “আমরা র্নিদলীয় সরকার চাই, সর্বদলীয় সরকার নই। সর্বদলীয় সরকারের অধীনে ১৮ দলীয় জোট নির্বাচনে যাবে না।”

তিনি বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। পচাঁত্তরের মতো তারা স্বৈরাচারী বাকশালী ব্যবস্থা কায়েম করতে চাই।

তিনি আরো বলেন, “আওয়ামী লীগ নতুন কৌশল অবলম্বন করছে। কোনো কৌশলই কাজ হবে না। তাই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহাল করতে হবে।”

মওদুদ বলেন, “দুটি কারণে বাংলাদেশের মানুষ শহীদ জিয়াকে স্বরণ করবে, একটি হলো ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা নেতৃত্বহীন মানুষকে একত্রিত করে মুক্তিযুদ্ধে জয়লাভ। অন্যটি হলো ১৯৭৫ সালে ক্ষমতায় এসে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুর্নবহাল করা।”

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত রয়েছেন- বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম সম্পাদক বরকত উল্লাহ বুলু, ছাত্র-বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি, বিরোধী দলীয় নেত্রীর উপদেষ্টা আহম্মেদ আজম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ