1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

‘হরতালে নাশকতার বিরুদ্ধে নতুন আইন হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩
  • ৭৫ Time View

mokhaস্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জানিয়েছেন, হরতালে নাশকতাকারীদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘জাতীয় চার নেতার ৩৮তম শাহাদাৎ বার্ষিকী ও সেনাহত্যা দিবস স্মরণে দোয়া অনুষ্ঠান, গণভোজ’ শীর্ষক আলোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হরতালে যারা নাশকতা চালাবে তাদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা নেবে সরকার।”

মহীউদ্দীন খান বলেন, “হরতালের সময় গাড়িতে আগুন দিয়ে পোড়ানো, ককটেল বিস্ফোরণ, রোগীবাহী গাড়িতে বাধাসহ নানা নাশকতা প্রতিরোধে সরকার আইন করার কথা ভাবছে।”

বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, “বিরোধী দলের হরতালের কোনো নৈতিকতা নেই। হরতাল করতে হলে জনকল্যাণমুখী ইস্যু প্রয়োজন। কিন্তু বিরোধী দলীয় হরতালের কোনো ইস্যু নেই। তারা জনগণের কথা চিন্তা করে হরতাল দেয় না। তাই জনগণ তাদের হরতাল প্রত্যাখ্যান করেছে।”

সংগঠনের সভাপতি মো. এমরান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. খায়রুজ্জামান লিটনসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ