1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

‘রাষ্ট্রীয় ফোনালাপ জনগণের সম্পত্তি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩
  • ৯৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ফোনালাপকে রাষ্ট্রীয় সম্পত্তি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে তার অভিমত, “এই ফোনালাপ সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।”

মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ইনুর ভাষ্যমতে, “ফোনালাপ সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তবে এটা জনগণের জানার অধিকার আছে। কারণ এটা রাষ্ট্রীয় ফোনালাপ, এটা জনগণের সম্পত্তি।”

এসময় সংলাপের ট্রেন ফেল না করার জন্য বিরোধীদলের নেতাকে তাগাদা দেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, “আপনি (খালেদা জিয়া) সংলাপের ট্রেন ফেল করলে নির্বাচনের ট্রেন ফেল করবেন, গণতন্ত্রের ট্রেন ফেল করবেন। আপনি ভেবে দেখুন সংলাপের ট্রেনে উঠবেন, নাকি জামায়াতের যুদ্ধাপরাধীদের ট্রেনে করে পাকিস্তান যাবেন।”

নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু বলেন, “সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্য তফসিল ঘোষণা করা হবে। এখানে সরকার দল, বিরোধীদল বা অন্য কারো একতরফা নির্বাচনের সুযোগ নেই। সাংবিধানিকভাবেই নির্বাচন হবে।”

বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, “এটা ভবিষ্যতই বলে দেবে। তবে তারা নির্বাচনে না এলে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।”

৭১ টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “এ বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

গত ২৬ অক্টোবর সন্ধ্যায় খালেদা জিয়াকে ফোন করেন শেখ হাসিনা। প্রায় ৩৭ মিনিট তারা ফোনে আলাপ করেন।

সোমবার ইনু সচিবালয়ে এই ফোনালাপ জাতির সামনে তুলে ধরা হবে বলে মন্তব্য করার চব্বিশ ঘণ্টার ভেতর তা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, ফোনালাপ প্রকাশের বিষয়টিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বিএনপির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ