1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

সিলেটে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩
  • ১০১ Time View

Sylhet-Hortal (29.10.13) 001১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে সিলেটে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।

মঙ্গলবার সকালে হরতালের সমর্থনে ১৮ দলের একটি মিছিল নগরীর জিন্দাবাজারে আসার পথে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় মিছিলের মধ্য থেকে পুলিশকে লক্ষ্য করে অন্তত ১৫টি ককটেল নিক্ষেপ করে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এসময় বেশ কয়েকটি গাড়ী ভাঙচুর করে হরতাল সমর্থকরা।

সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল মিছিল নিয়ে হরতাল সমার্থকরানগরীর জিন্দাবাজারকোর্ট পয়েন্টবন্দরবাজার,চৌহাট্টানয়াসড়ক ও জেলরোড এলাকা প্রদক্ষিণ করে। পরে কোর্ট পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সভাপতি এমএ হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরীবিএনপির কেন্দ্রীয় নেতা ডা. আবুল কাহের শামীমজামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদসাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকীযুগ্ম সম্পাদক আজমল বখত সাদেকসাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদীজামায়াত নেতা হাফিজ আবদুল হাই হারুনসহকারি সেক্রেটারি ফখরুল ইসলামবিএনপি নেতা মাশুক আহমদ ও এমদাদ হোসেন।

এদিকে সকাল সাড়ে ৮টা থেকে জেলা বিএনপির জেষ্ঠ্য সহ সভাপতি দিলদার হোসেন সেলিম ও সাংগঠনিক সম্পাদক আলী আহমদের নেতৃত্বে জেলা বিএনপি নেতারা জিন্দাবাজার সহির প্লাজার সামনে অবস্থান নেন। এসময় তারা জিন্দাবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন।

এছাড়া নগরীর সিটি সেন্টারের সামন থেকে ছাত্রদলস্বেচ্ছাসেবক দলমুক্তিযুদ্ধা দলযুবদল ও মহিলা দল নগরীতে মিছিল করেছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শামছুজ্জামান জামান ও ফরহাদ চৌধুরী শামীমের নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনে এসে সমাবেশ করে।

হরতালের শেষ দিনেও নগরীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ