1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

‘বিরোধী নেতা সংলাপ চান না’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩
  • ৯৮ Time View

nasimবিরোধী দলীয় নেত্রী সংলাপ চান না, ৭১-এর ঘাতকদের বাঁচাতে তিনি নৈরাজ্য শুরু করেছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, “৭১ এর ঘাতকদের রক্ষা করতে বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তিনি প্রকাশ্যে রগকাটা, বোমাবাজি ও নৈরাজ্য করছেন।”

সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “সোহরাওয়ার্দীতে বেগম খালেদা জিয়ার বক্তব্যে বলেছেন সময়ের মধ্যে যদি সংলাপের উদ্যোগ নেন তবে হরতাল দেওয়া হবে না। যা সারা দেশবাসী শুনেছে। কিন্তু তারা এ বক্তব্য থেকে সরে এসে তিন দিনের যন্ত্রণাদায়ক ও কষ্টদায়ক হরতাল করছেন।”

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য অভিযোগ করে বলেন, “গত দুই দিনে কীভাবে বোমাবাজি, আওয়ামী লীগ কর্মীদের হত্যা করছে। যা এখনো চলছে। এর থেকে আইনজীবি, বিচারপতি এবং সাংবাদিকসহ কেউই বাদ যায়নি। এখনও অনেক সাংবাদিক বন্ধুরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলি বর্ষণ বন্ধের আহবান জানানোর পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ১৮ দলের প্রতি পাল্টা আহ্বান জানিয়ে বলেন, “আপনারা বোমাবাজি বন্ধ করুন।”

দেশব্যাপী হরতালে বোমা হামলায় আহতদের বিবরণ তুলে ধরে তিনি বলেন, “আমরা এ ধরণের বোমা হামলার তীব্র প্রতিবাদ জানাই।”

তিনি আরো বলেন, “গণতন্ত্রের প্রতি বিরোধী দলীয় নেতার আস্থা নেই। এ জন্য বিরোধী দলের আন্দোলন প্রতিরোধে আগামীতে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “আমন্ত্রণ জানানো হয়েছে শুধু বিএনপিকে, জামায়াতকে সঙ্গে আনলে আলোচনার প্রশ্নই উঠে না।”

তিনি বলেন, “আজকের (সোমবার) মধ্যে বিরোধী দল গনভবনে সংলাপে না আসলে পরবর্তীতে সংলাপের ব্যাপারে বেগম খালেদা জিয়াকেই উদ্যোগী হতে হবে।”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ