সমালোচকদের সমোচিত জবাব দিতে আসছে উইন্ডোজ ৮.১

সমালোচকদের সমোচিত জবাব দিতে আসছে উইন্ডোজ ৮.১

win81বিশ্বের অন্যতম শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রযুক্তির দিক থেকে পিছিয়ে পড়ছে, এমনই শোরগোল উঠেছিল কয়েকদিন আগে। আর এরপরই সমালোচকদের সমোচিত জবাব দিতে চলছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস৷ ১৮ অক্টোবর  ৮.১ অপারেটিং সিস্টেম আনছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট৷

প্রযুক্তি সংবাদ বিষয়ক এক জনপ্রিয় ওয়েবসাইটে এমন তথ্য পাওয়া গেছে। তারা জানাচ্ছে,  উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা উইন্ডোজ ৮.১-এ আপগ্রেড করতে পারবেন একেবারে বিনামূল্যে৷ তবে, উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড করতে হলে ১২০ ডলার দিতে হবে৷ উইন্ডোজ এক্সপি এবং ইউন্ডোজ ভিস্তাচালিত পিসি কিংবা ল্যাপিতে ব্যবহার করা যাবে না৷

এই ব্যাপারেই ওই ওয়েবসাইটটি আরো জানাচ্ছে,  ইতিমধ্যেই  উইন্ডোজ ৮.১-এর অর্ডার নেওয়া শুরু করেছে মাইক্রোসফট৷

উল্লেখ্য, উইন্ডোজ ৮ বাজারে ছাড়ার পর ওএসটির নতুন ধরনের প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা৷ তার সমাধান করতেই উইন্ডোজ ৮.১ আনা হচ্ছে পুরানো স্টার্ট বাটন৷ যার মাধ্যমে ফের ডেক্সটপে ফিরে আসা যাবে৷

বিজ্ঞান প্রযুক্তি