আজ মঙ্গলবার বাণিজ্যিকভাবে গ্রামীণফোন থ্রিজিসেবা চালু করতে যাচ্ছে। আপাতত রাজধানীর বসুন্ধরা ও বারিধারা এলাকায় সেবাটি প্রদান করা হচ্ছে। লাইসেন্সপ্রাপ্ত চার বেসরকারি মোবাইল ফোন অপারেটরের মধ্যে গ্রামীণফোনই প্রথম বাণিজ্যিকভাবে থ্রিজিসেবা চালু করল। গ্রামীণফোন জানায়, পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও শিগগিরই সেবাটি বিস্তৃত হবে। গ্রামীণফোনের কর্মকর্তারা জানিয়েছেন, লাইসেন্স ৩জির হলেও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁরা এ সেবা ৩.৯ জিতে উন্নীত করতে পারবেন। সর্বোচ্চ এ সেবা পেতে হলে গ্রাহকের অবশ্য এইচএসপিএ প্লাস সহায়ক হ্যান্ডসেট থাকতে হবে।
তাছাড়া সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে থ্রিজি প্যাকেজের মূল্য প্রকাশ করলো গ্রামীণফোন।
গ্রামীণফোন 3G নিয়ে এলো দ্রুতগতির মোবাইল ইন্টারনেট। গ্রামীণফোন 3G ব্যবহার করে বদলে ফেলুন আপনার মোবাইল লাইফস্টাইল। আর গ্রামীণফোন এর 3G আপনাকে দিচ্ছে দ্রুতগতির ইন্টারনেট, ভিডিও কলসহ 3G সার্ভিসের নিত্য নতুন সুবিধা যা কিনা আপনি ব্যবহার করতে পারবেন আপনার বর্তমান সংযোগেই (প্রিপেইড/পোস্টপেইড)। গ্রামীণফোন 3G আপনার জন্য খুলে দিচ্ছে অপার সম্ভাবনার দ্বার।
আপনার লাইফস্টাইলের সাথে মিলিয়ে বেছে নিন যেকোনো একটি 3G ড্যাটা প্যাক:

উপরে উল্লেখিত প্যাকেজগুলোতে ১৫% ভ্যাট ও অটোরিনিউয়াল প্রযোজ্য।
এছাড়াও সরাসরি আপনার প্রিয়জনকে দেখুন থ্রিজি ভিডিও কলের মাধ্যমে। ফ্ল্যাট ভিডিও কলরেট: ১.২ টাকা / মিনিট (১০ সেকেন্ড পালস)।
সূত্র: গ্রামীণফোন ওয়েবসাইট