1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

রাষ্ট্রপতি অষ্টগ্রামে যাচ্ছেন আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০১৩
  • ৯৭ Time View

hamidরাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ আজ সোমবার কিশোরগঞ্জ জেলার হাওড় অধ্যুষিত অষ্টগ্রামে আসছেন।

এ সময় তিনি একটি গণসংবর্ধনায় যোগদানসহ উপজেলার ২০টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন।

তাঁর এ সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রাষ্ট্রপতি হবার পর সাবেক নির্বাচনী এলাকা অষ্টগ্রামে এটা তাঁর প্রথম সফর হওয়ায় সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।

অষ্টগ্রামের ইউএনও মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থলের মাঠের প্রধান ফটক, আশপাশ এলাকার রাস্তা পরিস্কার পরিচ্ছন্নতা, চুনকালি ও অনেকগুলো তোড়ন নির্মাণ করা হয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো এলাকাকে। এ জেলার কৃতী সন্তানকে বরণ করার পাশাপাশি আপনজনকে কাছে পাবার আনন্দ শিহরিত করছে হাওড় অঞ্চলের আপামর জনসাধারণকে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বেলা সোয়া ১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে অষ্টগ্রাম উপজেলা হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি হাওড়বাসী আয়োজিত অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনায় যোগ দেবেন। এরপর তিনি উপজেলার ২০টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন। বিকেল সোয়া ৪টায় রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবদুল হামিদ জাতীয় সংসদের স্পীকার হিসেবে দায়িত্ব পালনকালে দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ