আদালত অবমাননার বিষয়ে খন্দকার মাহবুবের কাছে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল

আদালত অবমাননার বিষয়ে খন্দকার মাহবুবের কাছে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল

khandakar_mahbub_hossainবাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২১ অক্টোবরের মধ্যে আইনজীবীর মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রবিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আদেশে বলা হয়, খন্দকার মাহবুব হোসেন একজন সম্মানিত সিনিয়র আইনজীবী হওয়ায় তাকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হওয়া থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, ৩ অক্টোবর বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। পরে শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য রবিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর এক প্রতিক্রিয়ায় মাহবুব হোসেনে বলেছেন, ‘এই বিচারটি একটি প্রহসনের বিচার, রাজনৈতিক প্রতিহিংসার বিচার। কাল্পনিক গল্প দিয়ে মামলা তৈরি করে যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত, ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।’

বাংলাদেশ