1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এসেছে এয়ার অ্যাম্বুল্যান্স

বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন হাসিনা, ভিডি কনফারেন্সে ছিলেন মনমোহন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০১৩
  • ১১২ Time View

basosপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল আলোচিত কুষ্টিয়ার ভেড়ামারায় নির্মিত বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সঙ্গে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

শনিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ভেড়ামারা বিদ্যুৎ উপকেন্দ্রে পৌঁছায়। এর পর তিনি বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের উদ্বোধন করেন।

বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ১৭৫ মেগাওয়াট এবং নভেম্বরের মধ্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে বলে এর আগে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছিলেন। এর আগে ২৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো ভারতের সরকারি খাত থেকে ভেড়ামারা গ্রিড উপকেন্দ্র দিয়ে বিদ্যুৎ আমদানি শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকালে কুষ্টিয়া জেলা সার্ভার স্টেশন, মুক্তিযোদ্ধা কমপ্লেঙ ভবন, ভেড়ামারা থানা ভবনসহ ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পরে বিকেল ৩টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

এ ছাড়া ভেড়ামারা থেকে বাগেরহাটের রামপালের মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তার।

শনিবার থেকে ভারতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান এনটিপিসি লিমিটেডের বাণিজ্য শাখা সরকারের সঙ্গে সরকারের চুক্তির ভিত্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বিদ্যুৎ সরবরাহ করতে শুরু করবে।

উল্লেখ্য, বাংলাদেশে বিদ্যুতের অব্যাহত ঘাটতি মোকাবেলায় ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ আমদানির বিষয়ে ভারত সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন। এরপর ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় রেলওয়ের পরিত্যক্ত জমিকে স্থান হিসেবে নির্ধারণ করা হয়। সেখানেই প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে দীর্ঘ সাড়ে ৩ বছর ধরে নির্মাণ করা হয় এই উপকেন্দ্রটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ