1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

সরকারের চলতি মেয়েদেই বিভাগীয় শহরে ‘থ্রিজি’ সেবা চালুর সুপারিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০১৩
  • ১২৭ Time View

3g_logথ্রিজি সেবা চালু করতে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির ৪৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মো. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, আ.স. ম. ফিরোজ, নজরুল ইসলাম বাবু এবং গোলাম মোস্তফা প্রমুখ। এ বৈঠকে সরকারের চলতি মেয়াদের মধ্যেই সকল বিভাগীয় শহরে থ্রি জি সেবা চালু করার সুপারিশ করেছেন তারা।

বৈঠকে বন্ধ হয়ে যাওয়া পিএসটিএন লাইসেন্সধারীদের কার্যক্রম পুনরায় শুরু করতে দিয়ে সরকারের বকেয়া পাওনা পরিশোধ করার সক্ষমতা অর্জনের সুযোগ দেয়ার জন্য বিটিআরসিকে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

এছাড়াও বৈঠকে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রবর্তিত ইলেকট্রনিক সার্ভিস সমূহের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। সারাদেশের সকল ডাকঘরে চালুকৃত ইলেকট্রনিক/মোবাইল মানি অর্ডার সার্ভিস সম্প্রসারণ, পোস্টাল ক্যাশ কার্ড প্রচলন, ওয়েস্টার্ন ইউনিয়ন মানি অর্ডার কার্যক্রম বেগবান, ডাকবিভাগের কার্যক্রম স্বয়ংক্রিয়করণ, তথ্য প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণ, পোস্ট ই-সেন্টার চালু এবং মোবাইল ব্যাংকিং সার্ভিসের আরো সম্প্রসারণ করে গ্রাহক সেবা নিশ্চিত করতে ডাক বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

আন্তর্জাতিক কল টার্মিনেশন কল রেট ৩(তিন) সেন্ট থেকে পরীক্ষামূলক ও অস্থায়ী ভিত্তিতে যৌক্তিকভাবে কমিয়ে আনতে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ