1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

সাইফুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ১০২ Time View

saifurবাংলাদেশে সবচেয়ে বেশি বাজেট প্রণয়নকারী সফল অর্থনীতিবিদ, বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।

২০০৯ সালের এই দিনে সিলেট থেকে ঢাকা ফেরার পথে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আশুগঞ্জে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই ইন্তেকাল করেন।

সিলেটের কৃতী সন্তান, উন্নয়নের রূপকার স্বনামখ্যাত এই ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- সকালে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত, বেলা ১১টার দিকে মেজরটিলাস্থ জালালাবাদ অন্ধ কল্যাণ হাসপাতালে ১০০ জন দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন, বেলা সাড়ে ১১টার দিকে মানিকপীর রোডস্থ জালালাবাদ রোটারি হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পঙ্গু ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, দুপুর ১২টার দিকে পুরানলেনস্থ ডায়াবেটিক হাসপাতালে ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস ও প্রয়োজনীয় অস্ত্রোপচার, বাদ জোহর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল।

তাছাড়া বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, বাদ মাগরিব চারাদিঘীর পাড়ে মরহুম এম সাইফুর রহমান নির্মিত মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া রামকৃষ্ণ মিশন ও বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিল ও অন্যান্য কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ও চিকিৎসা সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতা দিচ্ছেন মরহুম এম সাইফুর রহমানের পুত্র এম কায়সার রহমান।

মরহুম এম. সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ-মাহফিলে অংশগ্রহণ করার জন্য জেলা ও বিভাগব্যাপী অনুরাগী মহলকে উপস্থিত থাকার জন্য পারিবারিকভাবে আহব্বান জানানো হয়েছে।

সাইফুর রহমান বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক সংস্কার করেন। তার আমলেই এ দেশের অর্থনীতি একটি শক্তিশালী ভিত্তি পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ