1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

উন্নয়ন কাজের উদ্বোধন করতে রাজশাহীতে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৮৭ Time View

hasinaরাজশাহী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো এ সফরে ২২টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী সেনানিবাসে পৌঁছেছেন। সেখানে সেনাবাহিনীর ৩, ৪, ৫ ও ৬ ডিভিশনের অনন্য অবদান রাখা সেনা সদস্যদের মাঝে জাতীয় পতাকা প্রদান করেন। বেলা ১২টা পযর্ন্ত তিনি সেখানে ছিলেন। এছাড়াও বাগমারা হাটগাঙ্গোপাড়া ১০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্র, রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব হলসহ ৩৮টি উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বিকেলে জেলার বাগমারায় বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরমধ্যে রয়েছে বঙ্গবন্ধু কমপ্লেক্স “স্মৃতি জাদুঘর”, জেলার বিভিন্ন কলেজের ডিগ্রী চালু, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম ও সুইমিংপুল, বিভাগীয় পাসপোর্ট ভিসা অফিসের ভিকটিম সার্পোট সেন্টার, সার্ভিস ডেলিভারি সেন্টার, ৩৮টি কমিউনিটি ক্লিনিক, বাগমারা উপজেলা কেন্দ্র্রীয় শহীদ মিনার, যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রভবন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাগমারার দেউলা চৌরাস্তা এনা পার্ক খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন।

এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজশাহী ও বাগমারাজুড়ে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলার বিভিন্ন প্রান্তে সহস্রাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। উন্নয়ন কর্মকান্ডের বিলবোর্ডে ঢেকে দেয়া হয়েছে পুরো উপজেলা। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ তৈরি সম্পন্ন হয়েছে। নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ