আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধানের কোন বিকল্প নাই। জীবন দিয়ে হলেও সংবিধান মোতাবেক বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ভারত, শ্রীলঙ্কা ও ব্রিটেনসহ উন্নত দেশগুলোর মতোই এ দেশে আগামী নির্বাচন হবে। কোনো শক্তিই নির্বাচনকে প্রতিহত করতে পারবে না।
বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন, ‘আপনারা আন্দোলনের ট্রেন মিস করেছেন, সময় থাকতে নির্বাচনী ট্রেন ধরুন। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিন।’
বুধবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা এসব কথা বলেন।
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। নির্বাচনের সময় সংসদ বহাল থাকবে, কিন্তু কোনো কার্যকারিতা থাকবে না। নির্বাচনের সময় সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের আওতায় কাজ করবে।’
এসময় নাসিম দাবি করেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক নয়, মূলত ৭১’র ঘাতক জামায়াত-শিবিরকে রক্ষা করার জন্য আন্দোলনের নামে দেশে মানুষ হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়।’
তিনি বলেন, ‘নির্বাচনের বিকল্প নির্বাচন। বাংলার জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা ভোট দেয়ার অপেক্ষায় রয়েছে। আওয়ামী লীগ ভুলত্রুটি সংশোধন করে নির্বাচনী মাঠে নেমেছে। আপনারাও নামুন। জনগন যাকে ভোট দিবে তারই পরবর্তী সরকার গঠন করবে।’
নাসিম বলেন, জীবন দিয়ে হলেও সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে।
এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি, আওয়ামী লীগ নেতা ডা. হাবিবে মিল্লাত মুন্না ও সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান এবং জেলার সম্ভাব্য এমপি প্রার্থীরাসহ দলীয় নেতাকর্মীরা।