1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

মঙ্গলবার রামু ও উখিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩
  • ৮৪ Time View

hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার কক্সবাজার যাচ্ছেন। এদিন তিনি রামু উখিয়ায় নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন করবেন।

গত বছরের ২৯ সেপ্টেম্বরের পর মাত্র এগার মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’বার রামু সফর করলেও এবারের সফরটি বিশেষ গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার কক্সবাজার যাচ্ছেন। এদিন তিনি রামু উখিয়ায় নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন করবেন। গত বছরের ২৯ সেপ্টেম্বরের পর মাত্র এগার মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’বার রামু সফর করলেও এবারের সফরটি বিশেষ গুরুত্বপূর্ণ।

২০১২ সালে ২৯ সেপ্টেম্বর রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালানো হয়। পরের দিন ৩০ সেপ্টেম্বর হামলা সংঘটিত হয় উখিয়া ও টেকনাফ উপজেলায়। দু’দিনের সহিংস হামলায় রামু ও উখিয়ায় ১৯টি বৌদ্ধ বিহার ক্ষতিগ্রস্ত হয়।

প্রধানমন্ত্রীর এবারের সফরের আগেই বদলে গেছে রামু ও উখিয়ার বৌদ্ধপল্লী। তাঁর (প্রধানমন্ত্রী) আন্তরিক প্রচেষ্টায় মাত্র এগার মাসেই এখানে ধ্বংসস্তুপের উপর মাথা তুলে দাঁড়িয়েছে আধুনিক স্থাপত্য শৈলীতে তৈরী দৃষ্টিনন্দন বৌদ্ধ বিহার। ক্ষতিগ্রস্ত বসতির ক্ষতচিহ্নও আর নেই। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রামু ও উখিয়ার বৌদ্ধ সম্প্রদায়।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এখন বৌদ্ধপল্লীতে চলছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে বরণে নানা প্রস্তুতি নিচ্ছে বৌদ্ধ সম্প্রদায়। ব্যানার, ফেস্টুন আর তোরনে ছেয়ে গেছে সড়ক উপ-সড়কগুলো।

জানা গেছে কক্সবাজারের রামু ও উখিয়ায় ৬ ঘন্টার সফরে প্রধানমন্ত্রী অর্ধশত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে উখিয়া হাইস্কুল মাঠে আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় ভাষ দেবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা শেখ আকতার হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সফরসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে রামু এসে পৌঁছাবেন। এরপর রামু বিমুক্তি ভাবনা কেন্দ্রে গিয়ে বিহারের উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি যাবেন রামু মৈত্রী বিহারে। মৈত্রী বিহার উদ্বোধন করার পর যাবেন রামু কেন্দ্রিয় সীমা বিহারে। সেখানে ১০ টি বৌদ্ধ বিহারের নতুন ভবন উদ্বোধন ঘোষনা করবেন প্রধানমন্ত্রী।

রামু থেকে দুপুর সাড়ে ১২ টায় হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী যাবেন উখিয়ার ইনানী রেস্টহাউসে। যেখানে থেকে উখিয়া সদরে যাবেন। তিনি উখিয়া হাইস্কুল মাঠে জনসভায় ভাষণ দেবেন। এখানে তিনি জেলার বিভিন্ন স্থানে অর্ধশত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঘোষনা করবেন। একই সঙ্গে তিনি ১৮ টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ