1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

গণতন্ত্র উন্নয়নে গণমাধ্যম থেকে মিথ্যা প্রচারকারীদের বাদ দিতে হবে – তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০১৩
  • ১২৭ Time View

image_66869তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র এবং গণমাধ্যমকে সামনের দিকে নিয়ে যেতে চাইলে গণমাধ্যম থেকে কুত্সা রটনাকারী, মিথ্যা প্রচারকারীদের বাদ দিতে হবে। ঠিক তেমনি রাজনীতি থেকে জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী এবং সাম্প্রদায়িকতাকে বাদ দিতে হবে।

মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ইতিহাসের চাকা উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর জীবনকে বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তিনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। তার প্রমাণ ৭ মার্চের ভাষণ।

অনুষ্ঠানে সাংবাদিক আবেদ খানের লেখা মূল প্রবন্ধ পাঠ করেন ইনস্টিটিউটের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী। মিডিয়া ও ইতিহাসের রাখাল রাজা উল্লেখ করে মূল প্রবন্ধে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গণমাধ্যম বান্ধব।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ্? আলমগীর, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনীরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ