1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

পুলিশের চাঁদাবাজি: ফাঁড়ির সব সদস্য ক্লোজড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০১৩
  • ৮৬ Time View

polisব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি ও তাদেরকে হয়রানির অভিযোগে সাভারের আমিনবাজার অস্থায়ী পুলিশ ফাঁড়ির সকল সদস্যকে ক্লোজ করা হয়েছে। ঐ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপুলিশ পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার সকালে পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে ব্যবসায়ীরা।এরই প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা ফাঁড়ি পরিদর্শন করে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

ফাঁড়ির পুলিশ সদস্যরা প্রতিদিনই তাদের কাছ থেকে বিনে পয়সায় মাছ-মাংস, শাকসব্জিসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যান, যা দিয়ে ক্যাম্পের পুলিশদের রান্না হয়, কেউ কেউ এগুলো বাড়িতেও নিয়ে  যায়। তাছাড়া এর বাইরেও মাঝেমধ্যেই তাদের ‘চাঁদা’ দিতে হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের।

প্রসঙ্গত, সকালে চার পুলিশ সদস্য কাঁচাবাজারে গিয়ে জিনিসপত্র চাইলে ব্যবসায়ীরা তাদের পরে আসতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পুলিশ সদস্য। খবর পেয়ে ফাঁড়ি থেকে অন্য পুলিশ সদস্যরা গিয়ে যোগ দেয় তাদের সঙ্গে।

এ সময় ব্যবসায়ীদের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। চলে টানা হেচঁড়া। প্রতিবাদে ব্যবসায়ীরা বাজার বন্ধ রেখে নেমে আসে ঢাকা-আরিচা মহাসড়কে। ঘেরাও করে পুলিশ ফাঁড়ি।

পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ