1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিমিকে প্রকাশ্যে মঞ্চে হেনস্তা, গ্রেপ্তার সেই যুবক নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো : প্রেসসচিব আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা আয়কর রিটার্ন জমার সময় আরো বাড়াল এনবিআর দেশ কোনদিকে যাবে জনগণ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে: তারেক রহমান যে দেশে চাকরির অনিশ্চয়তা, সেখানে টিকটক করে ডলার কামানো স্বাভাবিক : অর্ষা বিশ্ববাজারে বাড়লো সোনা-তেলের দাম, শেয়ারবাজারে ধস সংঘাতে সঙ্গে জড়িত না এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা জামায়াতের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের

‘দেশের মানুষ শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর দেখতে চায়’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৩
  • ২১৭ Time View

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা রাজনীতি করি, একে-অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু কেউ কারও শত্রু নই। আমরা ভাল থাকতে চাই, চাই শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর  দেখতে। যে দল জিতবে তারা ক্ষমতায় যাবে। আর যে দল হারবে তারা বিদায় নেবে । আল্লাহ্‌ যেন তাই করেন। এই দোয়া করি। তিনি বলেন, দেশের মানুষ
হরতাল,  নৈরাজ্য-সংঘাতের রাজনীতি দেখতে চায় না। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর দেখতে চায়। আমাদের ছেলে-মেয়েরা লেখা-পড়া করতে চায়। এরশাদ আরও বলেন, আজকে যেভাবে আমাদের মধুর মিলনমেলা বসেছে। সেভাবে সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে পারলে কতই না ভাল হতো। গণতন্ত্রের উত্তরণে সকলে মিলে কাজ করি। এই হোক আমাদের আজকের শপথ।  সকলকে শুভেচ্ছা জানিয়ে সাবেক  প্রেসিডেন্ট এরশাদ বলেন, ইফতার পার্টিতে সব দলের নেতা অংশ নিয়েছেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। মনে হয় মিলনমেলা। এ অবস্থা যদি রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বজায় থাকতো, তাহলে কতোই না সুন্দর হতো জীবনটা। আমি খুব খুশি হয়েছি, আপনারা এসেছেন তাই।
এরশাদের ইফতার পার্টিতে দেশের শীর্ষ রাজনীতিক, কূটনীতিক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন পেশাজীবীর মিলনমেলা বসে। তবে এরশাদের দাওয়াত কবুল করলেও অনুষ্ঠানে যোগ দেননি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাদের সম্মানে গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টির এই ইফতার পার্টির আয়োজন করা হয়।
প্রথমবারের মতো এরশাদের অনুষ্ঠানে যোগ দেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। এছাড়া দীর্ঘদিন পর যোগ  দেন দলের এক সময়ের জ্যেষ্ঠনেতা ও ভাইস প্রেসিডেন্ট বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
এতে আরও অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল  নোমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জেএসডি’র সভাপতি আসম আবদুর রব, কল্যান পার্টির লে.জে. (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহীম, নাগরিক ফোরামের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাবেক তথ্য উপদেষ্টা মাহবুব উল আলম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, মালদ্বীপসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
জাতীয় পার্টির নেতাদের মধ্যে  ছিলেন- পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, ফিরোজ রশীদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ