সরকার পরিবর্তন হলেই স্বাধীনতার ঘোষক নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। এই বিতর্কের চির অবসান ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির নেত্রী বেগম রওশন এরশাদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এই দাবি জানিয়েছেন। রওশন এরশাদ বলেছেন, জাতীয় নেতাদের ব্যাপারে কখনো বিতর্কিত করা যাবে না। শেখ মুজিবর রহমান এবং জিয়াউর রহমানের ব্যাপার তর্কের বাইরে রাখতে হবে।
রওশন আরও বলেন, দুই নেত্রীকে এক সাথে কাজ করতে হবে। দুই নেত্রীকে সমাধান করতে সমস্ত সমস্যার। আর বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনাকেই প্রথমে এগিয়ে আসতে হবে।