1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

গাজীপুরে সেনা মোতায়েনের দাবি বিএনপি’র

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০১৩
  • ৮৬ Time View

নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি।  বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান।

তবে বিএনপির এ দাবিকে দলীয় বক্তব্য উল্লেখ করে সিইসি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিকেল চারটার দিকে এম কে আনোয়ার সিইসির সঙ্গে বৈঠকে বসেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, ‘চার সিটিতে পরাজয়ের পর সরকারি দল গাজীপুরে জিততে মরিয়া হয়ে নিজেদের দলের এক প্রার্থীকে অপহরণ করেছে। ক্ষমতাসীনদের শক্তি প্রদর্শনের এ ঘটনায় অন্য প্রার্থীরা শঙ্কিত। বিএনপি- সমর্থিত দুই কাউন্সিলরকে মারধর করা হয়েছে। আদালত মামলাও নেননি। আমাদের আশঙ্কা, নির্বাচন সুষ্ঠু হবে না। এ অবস্থায় গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি করা হয়েছে।’

চার সিটিতে সেনা মোতায়েন ছাড়াই সুষ্ঠু নির্বাচন হয়েছে। গাজীপুরে কেন সেনা প্রয়োজন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এম কে আনোয়ার বলেন, ‘ওই নির্বাচন সুষ্ঠু হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, সেনা দিলে কার কী ক্ষতি হচ্ছে? পুলিশ দিলেও তো নির্বাচন নিরপেক্ষ হতো! আপনার বাড়ির সামনে একজন চৌকিদার দিলে পাশের বাড়ির কী ক্ষতি হচ্ছে? সেনাবাহিনীকে অনেক কাজেই লাগানো হচ্ছে। তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। শান্তিরক্ষী বাহিনীতেও রয়েছে। এত বড় নির্বাচন হচ্ছে, তাতে কেন সেনাবাহিনী নয়।’ তিনি আরও বলেন, গাজীপুরে আওয়ামী লীগ শক্তি প্রয়োগ করলে যে আগুন জ্বলবে, তা সারা দেশে ছড়িয়ে পড়বে।

চার সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে করায় এম কে আনোয়ার বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে যাতে সব দল অংশ নিতে পারে, ইসিকে সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

এ সময় এম কে আনোয়ারের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ