1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

গত এক দশকে দেশে দারিদ্র্যের হার কমেছে ২৬ শতাংশ: বিশ্বব্যাংকের প্রতিবেদন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০১৩
  • ৮৪ Time View

বাংলাদেশে গত এক দশকে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন। তাছাড়া এসময়ে দারিদ্র্যের হার কমেছে ২৬ শতাংশ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে প্রকাশিত বিশ্বব্যাংকের দারিদ্র্য মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এ প্রতিবেদন প্রকাশের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জুহানন্স জুট উপস্থিত ছিলেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, গত এক দশকে ক্রয়ক্ষমতার ভিত্তিতে বাংলাদেশে দারিদ্র্যের হার ধারাবাহিকভাবে কমে এসেছে। ২০০০ সালে যেখানে দেশে দরিদ্র মানুষের সংখ্যা ছিল ৬ কোটি ৩০ লাখ। ২০০৫ সালে তা কমে সাড়ে ৫ কোটি এবং ২০১০ সালে তা আরো কমে ৪ কোটি ৭০ লাখে নেমে এসেছে।

বিশ্বব্যাংক বলছে, ২০১৫ সাল নাগাদ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার চেয়েও ২ শতাংশ পয়েন্ট কমে আসবে দরিদ্র মানুষের সংখ্যা। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের হার তখন দাঁড়াবে ২৬ শতাংশের কাছাকাছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ