1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

তত্ত্বাবধায়কের দাবি ভুল প্রমাণিত, তাই এই ইস্যু পরিহার করুন: মিজানুর রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০১৩
  • ৯৪ Time View

তত্ত্বাবধায়ক ইস্যু পরিহার করে বিরোধীদলকে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী ভবনে বঙ্গবন্ধুর মানবাধিকার-দর্শন’ শীর্ষক বইয়ের প্রকাশনা-উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে এই বইটি প্রকাশিত হয়েছে।

মিজানুর রহমান বলেন, চার সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি ভুল প্রমাণিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও যে সুষ্ঠু নির্বাচন করা যায় সেটা সিটি নির্বাচনে দেখা গেছে। বিরোধী দলের এখন একমাত্র কাজ হবে তত্ত্বাবধায়ক ইস্যু পরিহার করে কীভাবে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করা যায় সে দিকে গুরুত্বারোপ করা। সিটি নির্বাচনে যারা জয়ী হয়েছেন সেটা জনগণের জয়, সেটা গণতন্ত্রের জয়।

বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন তুলে ধরে ড. মিজানুর রহমান বলেন, এই বইটি বঙ্গবন্ধুকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয় মানুষ হিসেবে পাঠকের কাছে উপস্থাপন করবে। উদার-নৈতিক মানসিকতা বঙ্গবন্ধুকে মানুষের কাছে একজন অসাম্প্রদায়িক মানুষ পরিচিত করবে।

মানবাধিকার কমিশন চেয়ারম্যান আরও বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক দল এক না হলে দেশে বিপদ হতে পারে। জনগণের অধিকার রক্ষায় শাসকরা যেন শোষক না হন। আর এ ক্ষেত্রে বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন আমাদের প্রেরণা যোগাবে। তিনি বলেন, দেশে অস্থিরতা বিরাজ করছে। একাত্তরের স্বাধীনতাবিরোধীরা  সাম্প্রদায়িকতার ফণা তুলছে।

উল্লেখ্য, প্রকাশনা-উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আইন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শাহ আলম। এছাড়াও বঙ্গবন্ধুর মানবাধিকার-দর্শন’ শীর্ষক বইয়ের সম্পাদক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ও অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ