1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

সংসদীয় রীতি মেনে কথা বলুন: স্পিকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০১৩
  • ৯৮ Time View

বক্তব্যের সময় সংসদ সদস্যের সংসদীয় রীতি মেনে চলার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার বিকেলে সংসদের বৈঠকের শুরুতেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ইস্যুতে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য আশিফা আশরাফি পাপিয়া এবং রেহানা আক্তার রানু সরকারের কঠোর সমালোচনা করেন। এ সময় তারা তারেক রহমানের সমালোচনাকারী সরকারের মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করেও কিছু বক্তব্য দেন।
তাদের এসব বক্তব্যকে ‘অসংসদীয়’ ও ‘অশালীন’ উল্লেখ করে তা এক্সপাঞ্জের দাবি জানান সরকারি দলের হুইপ আ স ম ফিরোজসহ আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য।

মাগরিবের নামাজের বিরতির পর হুইফ আ স ম ফিরোজ বিরোধীদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানুকে উদ্দেশ করে বলেন, তিনি যে বক্তব্য দিয়েছেন তার ভাষা সংসদ অধিবেশনে মানায় না।

তিনি বলেন, এরকম ভাষা আমরা ছোট বেলায় নিষিদ্ধ পল্লীতে শুনতাম। তিনি স্পিকারকে এ বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান।

স্পিকার বলেন, আমি বক্তব্যটি পরীক্ষা করে দেখব এবং সেখানে ৩০৭ বিধি অনুযায়ী অবমাননাকর, অশোভন, সংসদ রীতি বিরোধী এবং অমর্যাদকর বক্তব্য সংসদের কার্যতালিকা থেকে বাদ দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ