1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

আ’লীগ সঠিক সময়ে ক্ষমতা হস্তান্তর করবে: সৈয়দ আশরাফ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০১৩
  • ১২৮ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আবার পুন:ব্যক্ত করলেন, অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে গঠিত কোনো সরকার আ’লীগ কখনই মেনে নেবে না। তাছাড়া সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সঠিক সময়ে ক্ষমতা হস্তান্তর করবে বলেও জানান তিনি।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে শুক্রবার ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাকিদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আশরাফ বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সব দলের পরামর্শ গ্রহণ করা হবে। কিন্তু অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে গঠিত কোনো সরকার আওয়ামী লীগ মেনে নেবে না। সংবিধান অনুযায়ী আমরা সঠিক সময়ে ক্ষমতা হস্তান্তর করব। বিরোধী দলের সঙ্গে এ বিষয়ে সমঝোতার সুযোগ এখনো আছে বলেও জানান তিনি।

এর আগে সকালে ঐতিহাসিক এ দিনটি উপলক্ষে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, অ্যাডভোকেট সাহারা খাতুন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ঢাকা মহানগর আওয়ামী লীগসহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ