1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

সংলাপে বসুন, নির্বাচনের পথে অগ্রসর হোন, ফের তাগিদ বান কি মুনের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০১৩
  • ১১৬ Time View

অবাধ, সুষুম ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কার্যকর সংলাপে বসতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আবার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে এমন প্রত্যাশা করেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত সংলাপ প্রক্রিয়া সফল হবে বলে আশাবাদী জাতিসংঘ মহাসচিব। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাতে বান কি মুন এই আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ আয়োজিত ‘মানব পাচার প্রতিরোধে বৈশ্বিক পরিকল্পনা’ শীর্ষক এক বৈঠকে যোগ দিতে বর্তমানে নিউইর্য়ক সফর করছেন।

জাতিসংঘ মহাসচিব উত্তেজনা ও সহিংসতা পরিহার করা, নির্বাচনকালীন সরকারের কাঠামো নির্ধারণের জন্য সংলাপে বসার উপর গুরুত্বারোপ করেন। সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ উপায়ে মতামত প্রকাশ ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বান জানান তিনি। মর্মান্তিক সাভার ট্রাজেডিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন বান কি মুন।

ডা. দীপু মনি সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন। দীপু মনি জানান, কার্যকর সংলাপ অনুষ্ঠানে সরকার অত্যন্ত আন্তরিক। নির্বাচন অনুষ্ঠানের উপায় সকল ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। বিরোধী দল এতে আন্তরিকভাবে সাড়া দিবে আশা করা যায়। পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম, মানবাধিকার পরিস্থিতি, গার্মেন্টসসহ বিভিন্ন ইস্যু সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন।

জাতিসংঘ মহাসচিবের রাজনীতি বিষয়ক বিশেষ দূত গত ১০ থেকে ১৩ মে বাংলাদেশে সর্বশেষ রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করে যাওয়ার পরপরই বান কি মুন এই বক্তব্য দিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ