1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

এমন হৃদয় বিদারক ঘটনা এদেশে যেনো আর না ঘটে -রানা প্লাজা দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে এরশাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০১৩
  • ১৮৬ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সাভারে রানা প্লাজা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে আপ্লুত হয়ে বলেন, এমন হৃদয় বিদারক ঘটনা এদেশে আর যাতে কখনো না ঘটে তার জন্য এখন থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি এই ভয়াবহ দুর্ঘটনার উদ্ধার কাজের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ভবন ধ্বসে যারা মারা গেছে তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা এবং তাদের ভরন-পোষনের ব্যবস্থা এখন সরকারকেই করতে হবে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ ভিয়েতনামে আইক্যাপ সম্মেলনে অংশগ্রহণ শেষে গতকাল রাতে দেশে ফিরে আজ শুক্রবার সকালেই সাভারের রানা প্লাজা দুর্ঘটনাস্থল দেখতে যান। সাবেক রাষ্ট্রপতি ভিয়েতনামে অবস্থানকালে সাভারে এই দূর্ঘটনা ঘটে। তিনি সাভারের পৌছে প্রথমেই দুর্ঘটনার উদ্ধার কাজ সম্পর্কে খোঁজ-খবর নেন। সেখানকার পরিবেশ দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। এতবড় দূর্ঘটনায় উদ্ধার কাজের দক্ষতায় তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানান। পরে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত গার্মেন্টস কর্মীদের দেখতে যান। সেখানে হাত-পা বিচ্ছিন্ন হওয়া নারী কর্মীদের অবস্থা দেখে সাবেক রাষ্ট্রপতি এরশাদ অশ্রুসজল হয়ে পড়েন। তিনি কয়েকজন পঙ্গু নারী কর্মীদের ভরন-পোষণের ব্যয়ভার গ্রহণ করেন। এসব আহত নারী কর্মীদের আর কোন কাজ করার ক্ষমতা নেই। সাবেক রাষ্ট্রপতি এরশাদ এদের জীবিকা নির্বাহের জন্য প্রতিমাসে অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন।
সাভারে ভবন ধসের ভয়াবহ ঘটনার দশম দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে বিরোধীদলী নেতা খালেদা জিয়ার লাশ গুমের অভিযোগ বড় দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। উপস্থিত সাংবাদিকদের তিনি বিরোধীদলীয় নেতার লাশ গুমের অভিযোগকে উদ্দেশ্য করে বলেন, বিরোধীয়দলীয় নেতা লাশ গুমের যে অভিযোগ করেছেন, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বড় দুঃখজনক। তিনি বলেন, সব জায়গায় রাজনীতি খাটে না। এখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সাধারণ উদ্ধারকর্মী, পুলিশ, র‌্যাবসহ সরকারি বিভিন্ন সংস্থার লোকজন যেভাবে কাজ করে যাচ্ছেন, তাতে তাদের ধন্যবাদ দেওয়া উচিত।
এরশাদ আরও বলেন, এখানে আসলে কত লোক কাজ করত সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই দুর্যোগের মুহূর্তে তিনি বিরোধীদলকে এ সমস্ত বিভ্রান্তি না ছড়িয়ে জাতির বৃহৎ স্বার্থে একসঙ্গে কাজ করার অনুরোধ জানান।
রানাপ্লাজা দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় সাবেক রাষ্ট্রপতি এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, এসএমএ মান্নান এমপি, তাজুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার এমপি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ