1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

নারী সাংবাদিকের ওপর হামলায় এরশাদের উদ্বেগ-ক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০১৩
  • ১২৬ Time View

শনিবার হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে নারী সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

সোমবার এক লিখিত বিবৃতিতে তিনি এ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ঘটনাকে ‘দুঃখজনক’ ও ‘অনাকাঙ্খিত’ বলে মন্তব্য করেন এরশাদ।

এরশাদ বলেন, গত ৬ এপ্রিল হেফাজতে ইসলামের সংবাদ সংগ্রহ করতে গেলে একুশে টিভির স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিনসহ বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের নারী সাংবাদিক হামলা ও তীর্যক মন্তব্যের শিকার হন।

এর মধ্যে গুরুতর আহত হয়ে নাদিয়া শারমিন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এরশাদ এই হামলার নিন্দা জানিয়ে বলেন, “একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এটি কোনোভাবেই কাম্য নয়। আমরা অতীতেও দেখেছি, বিভিন্ন সভা-সমাবেশে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের হামলার শিকার হয়েছেন। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।”

তিনি বলেন, “ইতোমধ্যে, হেফাজতে ইসলামও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। এই মানসিকতাকে আমরা অভিনন্দন জানাই।”

এরশাদ বলেন, “ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা ইসলামে নিষেধ করে দেওয়া হয়েছে।”

এরশাদ বলেন, “আমি সবসময় নারীর প্রতি বৈষম্য দূর করতে কাজ করেছি। তাই, নারীর প্রতি এই হামলা ইসলামেও যেমন গ্রহনযোগ্য নয়, তেমনি আমার দলও এটি কখনোই মেনে নেবে না।”

সব সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ