1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ

সহিংসতা মতপ্রকাশের মাধ্যম নয়: মজিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০১৩
  • ৯৬ Time View

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, আমি সব সময় বলে আসছি, সহিংসতা মোটেই গ্রহণযোগ্য নয়। সহিংসতা মতপ্রকাশের কোন মাধ্যমও নয়। তিনি গতকাল রাজধানীর আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এ মন্তব্য করেন। বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের কমান্ডার ভাইস এডমিরাল স্কট সুইফটের সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমি আশা করি- জাতির মাঝে বিভক্তি সৃষ্টি নয়, জাতিকে ঐক্যবদ্ধ করবে এমন বিষয়ে নিজেদেরকে কাজে লাগাবে বাংলাদেশের জনগণ। জনগণের শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকার রয়েছে। তেমনি জনগণের একটি অংশের ভিন্নমতও শান্তিপূর্ণভাবে তুলে ধরার অধিকার রয়েছে। বাংলাদেশ একটি সহনশীল, উদারপন্থি এবং বহুমতের দেশ। তাই আশা করবো, যে বিষয়গুলো বাংলাদেশের জাতীয় ঐকমত্য প্রকাশ করবে, সেগুলোকেই জনগণ নিজেদের শক্তিতে কাজে লাগাবে। জাতিকে বিভক্ত করবে এমন কোন প্রয়াসে নয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে স্কট সুইফট বলেন, কোন দেশের এ ধরনের অভ্যন্তরীণ বিষয়ের মন্তব্য করাটা মার্কিন বাহিনীর জন্য সমীচীন নয়। তবে মার্কিন নৌবাহিনী ও মার্কিন প্রতিরক্ষা বাহিনীর দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আমরা সবসময় গণতান্ত্রিক নেতাদের দিকনির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়ে থাকি। আর গণতন্ত্রের মূল নির্যাসই হচ্ছে সংলাপ ও আলোচনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ