1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

রাজনৈতিক অস্থিরতায় নষ্ট হচ্ছে এশিয়ার টাইগার হওয়ার সম্ভাবনা — ড্যান মজীনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩
  • ১১৬ Time View

অর্থনৈতিকভাবে এশিয়ার টাইগার হওয়ার সম্ভাবনা থাকলেও রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের সে সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বলেছেন, এমনি এমনিই বাংলাদেশ এশিয়ার টাইগার হয়ে যাবে না। এর জন্য প্রয়োজন অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য উপযোগী পরিবেশ এবং বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয় সহায়তা। গত কয়েক মাস ধরে যেভাবে হরতাল, সংঘাত এবং অস্থিরতা চলছে এতে প্রবৃদ্ধি অর্জন ও দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। বাড়বে ঝুঁকি, থমকে যাবে সফলতার গতি। প্রভাব পড়বে শেয়ারবাজারেও। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড্যান মজীনা এসব কথা বলেন। এ সময় ডিএসই’র সভাপতি রকিবুর রহমানসহ ডিএসই’র পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার (জিএসপি) বিষয়ে ড্যান মজীনা বলেন, জিএসপি সুবিধা হারালে বাংলাদেশ সম্পর্কে বিদেশে একটি নেতিবাচক বার্তা যাবে। তাই শিল্পে কাজের পরিবেশ এবং শ্রমিক অধিকার রক্ষার ইস্যুতে উন্নতি করে জিএসপি বহাল রাখতে জোর চেষ্টা চালাতে হবে। জিএসপি সুবিধা এখনও হাতছাড়া হয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, গত সপ্তায় ওয়াশিংটনে এ সংক্রান্ত এক শুনানিতে বাংলাদেশের কিছু উন্নতির কথা বলা হয়েছে। তবে আগামী মে মাসে যে আলোচনা হবে তার আগেই শ্রম আইন সংস্কার, কাজের পরিবেশ উন্নয়ন এবং শ্রমিকরদেরকে ইউনিয়ন করার সুযোগ দেয়ার বিষয়গুলো নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক সহিংসতায় দৈনিক ২০ কোটি ডলার ক্ষতি হয় উল্লেখ করে ড্যান মজীনা বলেন, হরতাল, সংঘাত আর সহিসংতা গোটা অর্থনীতিতে প্রভাব ফেলছে। শিল্প উদ্যোক্তারা পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারছেন না। এ অবস্থায় রাজনৈতিক অস্থিরতা বন্ধে সংলাপের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পন্থা বের করতে প্রধান দলগুলোর প্রতি আহবান জানান তিনি।

শেয়ারবাজার প্রসঙ্গে ড্যান মজীন বলেন, ২০১০ থেকে বাংলাদেশের শেয়ারবাজারে ধস চলছে। এর পেছনে অনেক কারণ ছিল। তবে নিয়ন্ত্রণের অভাব, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত বিনিয়োগ, বাজার কারসাজি এবং অতিরিক্ত উত্সাহে অযথাই বিনিয়োগের প্রবণতা বাজার ধসের প্রধান কারণ। যেহেতু অর্থনীতির উন্নয়নে শেয়ারবাজারের বিকল্প নেই। তাই শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কারসাজির সুযোগ বন্ধ করে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। আমেরিকান বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগ করবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ড্যান মজীনা বলেন, অনেকেই বাংলাদেশের শেয়ারবাজারের দিকে লক্ষ্য রাখছেন, বিনিয়োগের পরিবেশ ও পরিস্থিতি বুঝে তারা বিনিয়োগ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ