1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

হল-মার্ক কেলেঙ্কারিতে ‘বড়দের’ ধরেনি দুদক: মুহিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩
  • ১২৮ Time View

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, হল-মার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ‘বড়দের’ বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যবস্থা নেয়নি।
হল-মার্ক চালু করতে অর্থায়ন প্রয়োজন- এই বক্তব্য দিয়ে সমালোচনায় পড়া মন্ত্রী সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

মুহিত বলেন, “যেসব কাগজপত্র জোগাড় হয়েছে, তাতে অনেক বড় নাম আছে। সেগুলোর বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেয়নি।”

“তারা (দুদক) অর্থ মন্ত্রণালয়কে বলেছে ব্যবস্থা নিতে,” বলেন তিনি।
কিছু কর্মকর্তার যোগসাজশে ‘নিয়ম ভেঙে’ সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলে ছয়টি প্রতিষ্ঠান, যার মধ্যে হল-মার্ক গ্রুপ একাই তুলে নেয় দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি।

এরপর দুর্নীতি দমন কমিশন সোনালী ব্যাংকের সাবেক রূপসী বাংলা শাখার কয়েকজন কর্মকর্তাসহ হল-মার্কের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তার করেছে।

প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, ব্যাংকটির চেয়ারম্যান ও তখনকার ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালনা পর্ষদের কয়েকজন পরিচালককেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

অর্থমন্ত্রী বলেন, “আমার আপত্তি (এই যে), শুধু ওই শাখার (সোনালী ব্যাংকের রূপসী বাংলা) কর্মকর্তারা শাস্তি পেয়েছে। আমি উদ্বিগ্ন যে, ব্যাংকের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের ধরা হয়নি।”

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের কেউ কি জড়িত- এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “দুয়েকজনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ