1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

এমপিদের সম্পদের হিসাব ইসিতে জমা দেওয়ার দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০১৩
  • ৯৮ Time View

দেশে রাজনীতিই এখন বড় ব্যবসা। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যেসব রাজনীতিবিদ সংসদে জনগণের প্রতিনিধিত্ব করছেন, তাদের অনেকেই বিপুল সম্পদের মালিক হয়েছেন। ক্ষমতা তাদের এ পরিবর্তন এনে দিয়েছে।

সোমবার দুপুরে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৩’ উপলক্ষে ‘রাজনৈতিক সদিচ্ছাই দুর্নীতি দমনে প্রধান ভূমিকা রাখতে পারে’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, রাজনীতিবিদরা আন্তরিক হলে সমাজকে দুর্নীতিমুক্ত করতে বিশাল ভূমিকা রাখতে পারেন।

বক্তারা বলেন, রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত হলে সমাজ দুর্নীতিপরায়ন হতে বাধ্য। দুর্নীতিবাজদের পক্ষে যখন সরকারের দায়িত্বশীল মন্ত্রী বক্তব্য দেন সেখানে রাষ্ট্র কর্তৃকই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়। দুর্নীতি দমনের জন্য স্বাধীন কমিশন গঠন করা হলেও সরকার, রাজনীতিবিদসহ বিভিন্ন ব্যক্তিরা যদি আন্তরিক না হন, তাহলে দুর্নীতি নির্মূল সম্ভব হবে না।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিপিডি’র চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, ‘‘এখন যে পদ্ধতিতে নির্বাচন বা রাজনীতি হয় তা থেকে বেরিয়ে এসে বাজেটের মাধ্যমে পাবলিক ফান্ড তৈরি করতে হবে। এ ফান্ড তৈরি করতে হলে রাজনীতি ও নির্বাচন স্বচ্ছ প্র্রক্রিয়ার হবে।’’

সংসদ সদস্যদের প্রতি বছর সম্পদের হিসাব জমা দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘‘এমপিদের সম্পদের হিসাব নির্বাচন কমিশনে জমা দিলে জবাবদিহিতা নিশ্চিত হবে।’’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

সেমিনারে আরো বক্তব্য রাখেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও টিআইবি’র সাবেক চেয়ারম্যান ড. হাফিজ উদ্দিন আহমেদ, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বী এমপি, সংসদ সদস্য মনোয়ার হোসেন, সিমিন হোসেন রিমি, বিএনপি নেতা সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম মুজাহিদ, অ্যাডভোকেট রহমত উল্লাহ এমপি, তারানা হালিম এমপি, অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহীম খালেদ, এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ, তথ্য কমিশনের প্রধান মোহাম্মদ ফারুক, তথ্য অফিসার সাদেকা হালিম প্রমুখ।
সেমিনারটির সঞ্চালনা করেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ