এরশাদ চীনা রাষ্ট্রদূত দু’ঘণ্টা বৈঠক

এরশাদ চীনা রাষ্ট্রদূত দু’ঘণ্টা বৈঠক

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এরশাদের বারিধারা বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের আরো ৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে কূটনীতিক সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, তাদের বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকে বাংলাদেশ ও চায়নার মধ্যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা, রাজনৈতিক পরিস্থিতি, আগামী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় পার্টির অবস্থানের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

চীনা রাষ্ট্রদূত লি জুন বাংলাদেশে তাদের বর্তমান যে অবস্থা এ বিষয়টিও বৈঠকে তুলে ধরেন।

বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়া পার্টির আর কোনো উপস্থিত ছিলেন না বলে সূত্র উল্লেখ করেছে।

অন্যান্য আন্তর্জাতিক বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর