1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

রাষ্ট্রপতি-শাসিত সরকারব্যবস্থায় আপত্তি নেই: এরশাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩
  • ১৩৬ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতি-শাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করে রাষ্ট্রপতি হন, তাহলে তাঁর আপত্তি নেই। ওই ব্যবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হবেন বলেও আশাবাদী তিনি।
আজ মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন এরশাদ। তিনি বলেন, ‘অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কি রাষ্ট্রপতি হতে চান? এর উত্তরে আমি বলেছি, আমি রাষ্ট্রপতি ছিলাম, সরকারপ্রধান ছিলাম। যদি সেই রাষ্ট্রপতি হয়, তাহলে রাষ্ট্রপতি হতে চাই।’
সাবেক সেনাশাসক আরও বলেন, ‘আমার ক্ষমতার কোনো লোভ নেই। আমার সামনে একটিই লক্ষ্য, জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে রেখে যেতে চাই।’ তিনি বলেন, ‘দেশ অবশ্যম্ভাবী সংঘাতের দিকে এগিয়ে চলেছে। সুরাহার পথ কী, তা জানা নেই। এ অবস্থায় মানুষ নির্ভর করছে আমাদের ওপর।’
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে দলের চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি এ দেশের অভিভাবক। জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না, গণতন্ত্র বাঁচবে না।
এরশাদ বলেন, সামনে কী হবে, সবকিছু অস্পষ্ট। এর থেকে রক্ষা পেতে দরকার নির্বাচন।
মহাজোট প্রসঙ্গে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘মহাজোট ছাড়তে হবে। অপেক্ষা করুন, যথাসময়ে সিদ্ধান্ত হবে।’
আলোচনা সভায় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ