1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ নির্বাচনের তফসিলে তারিখ ছাড়াও যা যা থাকে ইসলামিক কর্মকাণ্ড না চললে মসজিদ থেকে লাভ নেই : ধর্ম উপদেষ্টা ৬ ঘণ্টা অবরুদ্ধ থেকে সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা তফসিল ঘোষণার পর আসিফ-মাহফুজের পদত্যাগপত্র কার্যকর হবে : প্রেসসচিব আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরবে : গয়েশ্বর মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭ সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ, অপেক্ষা তফসিলের জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন

কংগ্রেসের সভাপতি পদে ১৫ বছর পূর্ণ সোনিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩
  • ৯৭ Time View

ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) জোটের প্রধান শরিক দল কংগ্রেসের সভাপতি হিসেবে টানা ১৫ বছর পূর্ণ করে ইতিহাস গড়েছেন সোনিয়া গান্ধী।
দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে টানা দায়িত্ব পালন করাটা মোটেও সহজ কাজ ছিল না বলে মন্তব্য করেছেন সোনিয়া গান্ধী।
সোনিয়া বলেছেন, দলের তৃণমূল ও সাধারণ কর্মীদের সমর্থন, শ্রদ্ধা ও ভালোবাসার কারণেই দায়িত্ব পালন করা সহজ হয়েছে। তাই এ কৃতিত্ব তাঁদেরই।
১৯৯৮ সালের ১৪ মার্চ ১২৭ বছরের পুরোনো কংগ্রেসের ৮৮তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন সোনিয়া। সেই থেকে তিনি এখনো ওই পদে বহাল আছেন। তাঁর চতুর্থ দফার সভাপতির মেয়াদ ২০১৫ সালে শেষ হবে।
বর্তমানে তিনি ভারতের একজন সাংসদও। তাঁর নেতৃত্বে ২০০৪ ও ২০০৯ সালে ক্ষমতায় আসে জাতীয় কংগ্রেস।
সোনিয়া গান্ধীর জন্ম ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াত জ্যেষ্ঠ পুত্র রাজীব গান্ধীর স্ত্রী।
১৮৮৫ সালে কংগ্রেসের জন্ম। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে, সৈয়দ হাসান ইমাম, মতিলাল নেহরু, লালা রাজপত রাই, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মাওলানা মহাম্মদ আলী, মাওলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু, সরদার বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এই দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ