1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেরি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৩
  • ১৩৭ Time View

যুক্তরাষ্ট্রের ৬৮তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জন কেরি। দেশের সর্বোচ্চ কূটনীতিক হিসেবে কেরিকে শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারপতি এলেনা কাগান।

শুক্রবার যুক্তরাষ্ট্র সময় বিকেল ৪ টায় হিলারি ক্লিনটনের পদত্যাগ কার্যকর হওয়ার পর শপথ নেন কেরি।

এর আগে মঙ্গলবার সিনেটে ৯৪-৩ ভোটে হিলারির উত্তরসূরি হিসেবে কেরির মনোনয়ন চূড়ান্ত হয়।

শপথ গ্রহণের পর সংবাদ মাধ্যমকে  কেরি বলেন, “শপথ পাঠ করানোর মাধ্যমে আমাকে সম্মানিত করা হয়েছে।”

শুক্রবার ক্যাপিটল হিলে স্ত্রীকে সঙ্গে নিয়ে অপেক্ষারত সাংবাদিকদের তিনি বলেন, “সোমবার সকাল ৯ টায় কাজে যোগ দিব।”

পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় ২৮ বছর ধরে সিনেটে কর্মরত থাকায় তার সহকর্মীরা উপহার দেন কেরিকে।  গত চার বছর  সিনেটের শক্তিশালী পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে পালন করেন তিনি।

গত মাসে প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের ৬৮তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটে ১৯৮৪ সাল থেকে দায়িত্ব পালনকারী  জন কেরির নাম ঘোষণা করেন।

ম্যাসাচুসেটসের দীর্ঘ দিনের সিনেটর কয়েক দশক ধরে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে দায়িত্বরত ছিলেন। ২০০৪  সালে ডেমোক্রেট থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কেরি চার বছর কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

ওমাবার দ্বিতীয় মেয়াদের সরকারে নতুন মুখ হিসেবে প্রথম যোগ দিতে যাচ্ছেন কেরি। প্রতিরক্ষা ও অর্থমন্ত্রণলায়েও নতুন মুখদের মনোনয়ন দিয়েছেন ওবামা।

প্রেসিডেন্ট বারাক ওবামার এক ঘনিষ্ঠ সূত্র জানান, গত চার বছরে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যখনই ভাটা পড়ছে তখনই এগিয়ে এসেছেন ৬৯ বছর বয়সী কেরি। পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কেরির।

আফগানিস্তান ও পাকিস্তান, পরমাণু বিস্তাররোধ এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যু নিয়ে দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণে ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কেরি।

২০১০ সালে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে রাশিয়ার সঙ্গে পরমাণু হ্রাস সংক্রান্ত নতুন স্টার্ট চুক্তি করে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ