1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

কোনো পাতানো নির্বাচনে অংশ নেবে না জাপা: ফিরোজ রশীদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৩
  • ১০৭ Time View

জনগণের প্রত্যাশার বাইরে কোনো পাতানো নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও এরশাদের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ ।

বুধবার ধানমন্ডি ২ নম্বর রোডে কলাবাগান থানা জাপা আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, “গণতন্ত্র ও সংবিধান দু’টিই আজ হুমকির মুখে পড়েছে। গণতন্ত্র রক্ষা করতে গেলে সংবিধান লংঘিত হবে। আবার সংবিধান রক্ষা করতে গেলে গণতন্ত্রের ওপর চরম আঘাত  আসবে। তবে জনগণের প্রত্যাশার বাইরে কোনো পাতানো নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না।”

ফিরোজ রশীদ বলেন, “সংবিধান ও গণতন্ত্র উভয়কে রক্ষা করতে গেলে জাতিকে চরম মূল্য দিতে হবে। এর সব দায়-দায়িত্ব রাজনীতিবিদদেরই বহন করতে হবে।”

তিনি বলেন, “আগামী নির্বাচনকে ঘিরে দেশ যেভাবে ক্রমে সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকার ও বিরোধীদল পয়েন্ট অব নো রিটার্নে অবস্থান করছে। এর থেকে বের হয়ে আসার জন্য সরকার ও বিরোধীদলের কাছে দেশবাসী সমঝোতার মনোভাব প্রত্যাশা করে।”

ইসহাক ভূইয়ার সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন- নগর দক্ষিণের সাধারণ সম্পাদক  জহিরুল আলম রুবেল, নগর নেতা  এম.এ সাঈদ, জাহিদ হোসেন বিপ্লব, শাহ আলম দেওয়ান, ইস্কান্দার মোল্লা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ