1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

‘দায়িত্ব নেয়ার পর আমার মন্ত্রণালয়ে দুর্নীতি হয়নি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৩
  • ১৪৩ Time View

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের মন্ত্রণালয়ে এ পর্যন্ত কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।

প্রসঙ্গত, গত ২০১১ সালের ৫ ডিসেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ওবায়দুল কাদের ।

মঙ্গলবার দুপুরে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে ২০১২-২০১৩ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সড়ক বিভাগের এডিপি বাস্তবায়নে অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে যোগাযোগমন্ত্রী বলেন, “ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অন্যান্য মন্ত্রণালয়ের দুর্নীতির কথা তুলে ধরলেও যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির কথা উল্লেখ করা হয়নি।”

‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনে উন্নীতকরণ কাজে অর্থ কোন সমস্যা নয়’, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “ওই রোডে মসজিদ, মন্দির, বাজার ও কবরস্থান রয়েছে। এ কারণে সময় ক্ষেপণ হচ্ছে। তবে এগুলো স্থানান্তরে ইতোমধ্যেই সমঝোতা হয়েছে। স্থানান্তর কাজ শেষ হলে সমস্যা কেটে যাবে। সরকারের মেয়াদে অনেক কাজ দৃশ্যমান হবে। বর্ষার আগেই সারা দেশে সড়ক সংস্কার কাজও শেষ হবে।”

সারা দেশে প্রায় চার হাজার সড়ক সংস্কার হচ্ছে বলে জানান তিনি।

সভায় এডিপি অগ্রগতি তুলে ধরে বলা হয়, ২০১২-২০১৩ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সড়ক বিভাগের মোট ১৫৩টি প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দ ছিল ২ হাজার ৫৬২ দশমিক ১০ কোটি টাকা। এর মধ্যে জিওবি ফান্ডের বরাদ্দ ২ হাজার ২২৪ দশমিক ৫০ কোটি এবং প্রকল্প সাহায্য ৩৬৬ দশমিক ৬০ কোটি টাকা।

ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়ন অগ্রগতি ৪৫. দশমিক ৭৫ শতাংশ। যা সরকারের জাতীয় অগ্রগতির (২৮ শতাংশ) তুলনায় ১৮ শতাংশ বেশি।

সভায় বিভিন্ন প্রকল্পের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়।

সভায় সড়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব এমএএন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ