1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

শিগগিরি আমরা মহাজোট থেকে বেরিয়ে আসব: এরশাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৩
  • ১৪৯ Time View

আবারও এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘‘শিগগিরি আমরা মহাজোট থেকে বেরিয়ে আসবো।’’

শনিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এই ঘোষণা দেন।

এরশাদ বলেন, ‘‘অনেকে মনে করে জাতীয় পার্টি বহু বিভক্ত একটি রাজনৈতিক দল। এটা ঠিক নয়। আমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী্ এরই মধ্যে আমরা ২শ আসনে প্রার্থী চুড়ান্ত করেছি। শিগগির সবগুলো আসনে প্রার্থীতা চুড়ান্ত করা হবে।’’

এ সময় নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী জাতীয় পার্টির প্রার্থী শওকত চৌধুরীকে পরিচয় করিয়ে দিয়ে এরশাদ বলেন, ‘‘উত্তরাঞ্চলের মানুষ শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছে অথচ এ নিয়ে সরকারের মাথাব্যথা নেই। এ সময় আমরা ঘরে বসে থাকতে পারি না। তাই শীতার্তের পাশে দাঁড়িয়েছি।’’

পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শওকত চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, নীলফামারী জেলা সহ-সভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিক, উপজেলা সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন ফেরাজ, রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মনসুর আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ