বিরোধী দলগুলো দায়িত্বহীন, এটা দুঃখজনক: অর্থমন্ত্রী

বিরোধী দলগুলো দায়িত্বহীন, এটা দুঃখজনক: অর্থমন্ত্রী

বাংলাদেশের বিরোধী দলগুলো অত্যন্ত দায়িত্বহীন বলে মন্তব্য  করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এটা দুঃখের বিষয়।

তিনি বিএনপিকে ইঙ্গিত করে আরো বলেছেন, তারা সরকারে ছিল। সুতরাং তাদের জানা উচিত, সরকার কিভাবে চলে।

শুক্রবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চল আয়োজিত চতুর্থ আঞ্চলিক স্কাউটস সমাবেশ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান,  “আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম কম রয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিরোধী দলের ডাকা কর্মসূচিকে অর্থমন্ত্রী ‘উন্মাদের সিদ্ধান্ত’ বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “এটা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের সিদ্ধান্ত হতে পারে না।”
এর আগে লক্ষণাবন্দে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবীর এম এ জি ওসমানী স্কাউটপল্লীতে আঞ্চলিক স্কাউট সমাবেশ উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এখান থেকে সমাজকে সুন্দর রাখা এবং অন্যায়-অসত্যকে প্রতিরোধ করার অঙ্গীকার নিতে স্কাউটদের প্রতি আহ্বান জানান।

তিনি আশ্বাস দেন, সিলেট মহানগরীর স্টেডিয়াম এলাকায় স্কাউট ভবন নির্মাণের কাজ এ বছরই শুরু হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহ সভাপতি হাবিবুল আলম বীরপ্রতীক, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট স্কাউটস অঞ্চলের সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেইন। স্বাগত বক্তব্য রাখেন স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার বিরাজ মাধব চক্রবর্তী। ধন্যবাদ জ্ঞাপন করেন লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরুল হক শাহীন।

অন্যান্য আন্তর্জাতিক বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর