1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত পণ্য রপ্তানির আলোচনা চলছে: দীপু মনি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৩
  • ৮৯ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত পণ্য রপ্তানির জন্য আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিএইএ অডিটরিয়ামে পোশাক শিল্প শ্রমিক-কমর্চারীদের সন্তানদের শিক্ষাবৃত্তি, দক্ষ কর্মীদের প্রশংসাপত্র প্রদান ও তাজরীন ফ্যাশন লি. এর অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “দেশের ৪০ থেকে ৪৫ ভাগ বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে পোশাক শিল্পের মাধ্যমে। শুল্কভাবে যাতে উদ্যোক্তারা পোশাক রপ্তানির সুযোগ পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। ভারতে ৪০টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার রয়েছে। জাপানে প্রায় ৯৮ ভাগ পণ্য এ সুবিধা পাচ্ছে। যেসব দেশে দূতাবাস প্রয়োজন সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে। এ সরকার শ্রমিকবান্ধব সরকার। অন্যান্য দেশের থেকে এখানকার কারখানার উৎপাদন খরচ কম। তাই বিদেশি ক্রেতারাও পণ্য কিনতে আগ্রহী। এ সুযোগ উদ্যোক্তাদের কাজে লাগানো উচিত। তবে পণ্যের মানের দিকেও খেয়াল রাখতে হবে”

তাজরীনের অগ্নিকাণ্ডের মতো এমন ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও  স্মরণ করিয়ে দেন দেন তিনি।

তিনি আরও বলেন, “ইকোনোমিক জোন বা পোশাক শিল্পপার্ক চাহিদাটি যথেষ্ট যৌক্তিক। এ বিষয়ে সরকার ইতিবাচক।’

বিজিএমইএ’র সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজিএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ও সহ-সভাপতি এস এম মান্না কচি।

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “তাজরীনের অগ্নিকাণ্ডের সময় আমরা সরকারের কাছ থেকে সব রকমের সহায়তা পেয়েছি। এখনো পাচ্ছি। আমরা কারখানাগুলোর কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য কাজ করছি। এ কাজ বিদেশি ক্রেতাদের সন্তুষ্ট করার জন্য নয়। আমাদের শিল্প ও শ্রমিকদের নিরাপত্তার জন্য এ কাজ পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “তাজরীনের অগ্নিকাণ্ডে আহতদের আমরা শহরের প্রথম সারির হাসপাতালগুলোতে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। তাছাড়া নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ১ লাখ টাকা করে দেওয়ার কথা থাকলেও আমরা সেখানে ৬ লাখ টাকা দিয়েছি। এ কাজ করা হয়েছে কেবলমাত্র মানবিকতার দিক থেকে। তবুও টকশোগুলোতে অনেকেই নেতিবাচক কথা বলছেন।”

সিদ্দিকুর রহমান বলেন, “শ্রমিকদের নিরাপত্তা এ শিল্পের জন্য বেশি জরুরি। আমরা তাই নিরলসভাবে কাজ করছি। বর্তমান সরকার আমাদের সব ধরনের সহায়তা দিচ্ছে। তবে গ্যাস বিদ্যুতের নিশ্চিত করা গেলে ২০১৫ সালে এ শিল্পটি ৩০ বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হবে। সাউথ আফ্রিকায় বাংলাদেশের দূতাবাস থাকলেও সে দেশের কোনো দূতাবাস নেই।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

পরে তাজরীন ফ্যাশনের ৩৩ জন আহত শ্রমিককে ক্ষতিপূরণ চেকসহ ১৫০ জন শ্রমিক-কর্মচারীর মেধাবী সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। পাশপাশি ৫০ জন দক্ষ শ্রমিককে প্রশংসাপত্র দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ