1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

৯৬ ঘণ্টা বন্ধ থাকবে মেঘনা গোমতী সেতু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২
  • ১৩৮ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতু মেরামতের জন্য আগামী ৪ঠা থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত টানা ৯৬ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হবে। গতকাল সচিবালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকের একথা জানান। এতদিন সেতুতে টেম্পোরারি কাজ হয়েছে। এখন কিছু পার্মানেন্ট কাজ হবে জানিয়ে মন্ত্রী বলেন, ৪ঠা জানুয়ারি সকাল ৬টা থেকে
৮ই জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত এই দুই সেতু বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়কে যান চলাচল করবে। এছাড়াও আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসেও ৬ দিন করে ১২ দিন সেতু দু’টি বন্ধ রাখা হবে জানিয়ে মন্ত্রী বলেন, মেরামত কাজের জন্য তিন দফায় মোট ১৬ দিন সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যোগাযোগমন্ত্রী বলেন, সাময়িকভাবে এটা কষ্টের কারণ হবে। অনেকেই সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু ব্রিজের যে অবস্থা তাতে সাময়িক কষ্টটুকু মেনে নিতেই হবে। ব্রিজ পড়ে যাবে- এ অবস্থা থেকে ব্রিজ রক্ষায় জন্য এ সাময়িক কষ্ট করতে হবে। এটা আমাদের জন্য বাধ্যতামূলক ও বাস্তবতা। তিনি বলেন, সেতু দু’টি বন্ধ থাকার সময় ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা-চট্টগ্রামে যান চলাচল করবে। সড়ক ও জনপথ অধিদপ্তর বিকল্প পথে বাড়তি চাপ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহন তখন ঢাকা-যাত্রাবাড়ী-কাঁচপুর ব্রিজ-তারাব মোড় (রূপগঞ্জ)-নরসংদী-ভৈরব-আশুগঞ্জ-সরাইল বিশ্বরোডের মোড়-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-চট্টগ্রাম সড়ক দিয়ে চলবে।
সেতুতে যান চলাচল বন্ধ থাকার দিনগুলোতে ওই এলাকার মানুষের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে রেলপথ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলে জানান যোগাযোগমন্ত্রী। এছাড়া সেতুতে যান চলাচল বন্ধ রাখার বিষয়টি গণমাধ্যমে প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয়কে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রচারের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে বলেও মন্ত্রী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ